Template:Infobox handball biography/doc

From blackwiki
< Template:Infobox handball biography
Revision as of 09:15, 19 September 2020 by imported>DIC Madrasha
Jump to navigation Jump to search

সুশিক্ষা মনুষত্বের উৎকর্ষের সোপান। মানবীয় উন্নত গুনাবলীর বিকাশে সু শিক্ষার কোনই বিকল্প নেই। সু শিক্ষা ঘনকালো অন্ধকারে আলোর প্রদিপতুল্য। কোনো জাতির উন্নতির চাবিকাঠি। সুশিক্ষিত মানুষ মানবতার কল্যাণ সাধন করতে পারে। তবে বিষয়টি আরো স্পষ্ট হতে হবে য়ে, আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার যদি কোনো বিকল্প না থাকে, তাহলে নৈতিক ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন এবং শিক্ষার কাঙ্খিত ফলাফল লাভ করতে হলে দ্বীনি তথা ইসলামী শিক্ষা ব্যতিত সম্ভব নয়। কারণ চলমান সেক্যুলার শিক্ষ্ াব্যবস্থায় মানবসভ্যতার চরিত্রের অধঃপতন আর নৈতিক অবক্ষয়ই তার উৎকৃষ্ট প্রমান। আলোকিত সমাজ গঠন যাদের স্বপ্ন, সমাজের চারিত্রিক পতন যারা প্রতিহত করতে চান তাদের দ্বীনি শিক্ষা অর্জনের বিকল্প নেই।

একটি ঐতিহাসিক বাস্তবতার কারণেই আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সমন্বয়হীনভাবে বহু ধারায় বিভক্ত । দেশ ও জাতির কল্যাণের জন্য সর্বস্তরের যথা যোগ্য ব্যাক্তি গঠনেরমত সার্বজনীন কোনো শিক্ষা কার্যক্রম পরিচালিত নেই। সাম্রাজ্যবাদী বৃটিশ প্রবর্তিত সেক্যুলার শিক্ষায় ধীরে ধীরে সমাজ ধর্মহীনতা ও ধর্মবিরোধী মানসিকাতায় গড়ে উঠছে। শিক্ষার সর্বোচ্চ স্তর সমাপ্তির পরও সে তার সৃষ্টিকর্তার পরিচয় জানে না ! এমনকি একজন মুসলমানের জন্য একান্ত পালনীয় পরিমাণ দ্বীনি জ্ঞান লাভ করতে পারে না। অপরদিকে দ্বীনের পূর্ণাঙ্গ শিক্ষা ও আদর্শ সমাজ জীবনে বাস্তবায়নের তাগিদে প্রবর্তিত মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্বীনি ইলমের প্রয়োজনীয়তা অনেকাংশে পূরণ হলেও নবযুগের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় তাতে (মাদরাসা শিক্ষায়) যুক্তিযুক্দ কিছু সংযোজন ও পরিমার্জন করা সময়ের অন্যতম দাবি হিসেবে দেখা দিয়েছে।

মানুষের রুচি ও চাহিদা যেমন পরিবর্তনশীল, তেমনি সমাজকে সঠিক ভাবে পরিচালনা করা, দেশ ও জাতীর উন্নয়নে ভুমিকা পালন করার জন্য প্রয়োজন সময়োচিত কার্যক্রম ও পদক্ষেপ গ্রহন করা।

তাই দেশ ও জাতির ব্যাপক কল্যাণার্থে, ইসলাম সর্বস্তরে প্রয়োগের সঠিক মাপকাঠি তৈরীতে, আদর্শ সমাজ গঠনে অভাবনীয় সাফল্যগাঁথা ভুমিকা রাখতে , মানব জাতিকে সফলতার শীর্ষে পৌছানোর মহানব্রত নিয়ে প্রচলিত মাদরাসা শিক্ষা ও প্রচলিত জেনারেল শিক্ষার এক যুগান্তকারী সমন্বয় ঘটিয়ে ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা দেশ ও মিল্লাতের জন্য এক অবিস্বরনীয় পদক্ষেপ গ্রহন করেছে। আশা করি এ দিগি¦জয়ী সমন্বিত সিলেবাসের মাধ্যমে জাতির ইহকালীন সমৃদ্ধি ও সমাজিক উন্নতির পরিব্যপ্তি ঘটবে, ঠিক তেমনি পরকালীন মুক্তির পথও উন্মুক্ত হবে ইংশাআল্লাহ।